Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Keu Bolche Lyrics | কেউ বলছে | Srikanto Acharya Lyrics - Srikanto Acharya

Collection Srikanto Acharya

Keu Bolche Lyrics | কেউ বলছে | Srikanto Acharya Lyrics

 Lyrics Forest   952


Keu Bolche Lyrics | কেউ বলছে | Srikanto Acharya lyrics (Primary language)

কেউ বলছে কিছু বলছে 

কেউ মন দিয়ে সব শুনছে,

কেউ নিঝুম রাতে নিশ্চুপ হয়ে 

আকাশের তারা গুনছে। 

 

কেউ বলছে কিছু বলছে 

কেউ মন দিয়ে সব শুনছে,

কেউ নিঝুম রাতে নিশ্চুপ হয়ে 

আকাশের তারা গুনছে।

 

কেউ হারিয়ে যাচ্ছে হতাশায়

কেউ দুচোখে সপ্ন বুনছে,

কেউ নিঝুম রাতে নিশ্চুপ হয়ে 

আকাশের তারা গুনছে। 

 

কেউ আসছে কাছে আসছে 

আর প্রান দিয়ে ভালবাসছে। 

কেউ আসছে কাছে আসছে 

আর প্রান দিয়ে ভালবাসছে,

কেউ হিংসের কানা গলি বেয়ে 

ক্রমে দূরে দূরে সরে যাচ্ছে,

কেউ হিংসের কানা গলি বেয়ে 

ক্রমে দূরে দূরে সরে যাচ্ছে।

কেউ ভাবছে শুধু ভাবছে 

কিছু বলবো বলবো করছে,

কেউ বলতে না পারা যন্ত্রনা নিয়ে 

গুমরে গুমরে মরছে। 

 

কেউ ভাঙছে কেউ গড়ছে 

যত সম্পর্কের সূত্র,

কেউ ভাঙছে কেউ গড়ছে 

যত সম্পর্কের সূত্র,

কেউ দেখছে চোখে সর্ষের ফুল 

কেউ বা দেখছে ধুতরো,

কেউ দেখছে চোখে সর্ষের ফুল 

কেউ বা দেখছে ধুতরো। 

 

কেউ রাখছে লিখে রাখছে 

যত হিসেবের পাপ পুণ্য,

কেউ রাখছে লিখে রাখছে 

যত হিসেবের পাপ পুণ্য,

কেউ দিচ্ছে মিল দিচ্ছে 

সেই পুণ্যের সাথে শূন্য,

কেউ দিচ্ছে মিল দিচ্ছে 

সেই পুণ্যের সাথে শূন্য। 

 

কেউ খাচ্ছে মার খাচ্ছে 

কেউ মার খেতে খেতে জাগছে,

কেউ বিক্ষোভে ফেটে পড়বার আগে 

একটু একটু রাগছে। 

Keu Bolche Lyrics | কেউ বলছে | Srikanto Acharya lyrics in English

Keu bolche kichu bolche 

Keu mon diye shob shunche,

Keu nijhum raate nishchup hoye

Akasher tara gunche.

 

Keu hariye jacche hotashay

Keu duchokhe shopno bunche,

Keu nijhum raate nishchup hoye

Akasher tara gunche.

 

Keu asche kache asche

Aar praan diye valobashche,

Keu hingshar kana goli beye

Krome dure dure sore jacche.

 

Keu vabche shudhu vabche

Kichu bolbo bolbo korche,

Keu bolte na para jontrona niye

Gumre gumre morche.

 

Keu vangche keu gorche

Joto somporker sutro,

Keu dekhche chokhe sorsher phul

Keu ba dekhche dhutro.

 

Keu rakhche likhe rakhche

Joto hiseber paap punno,

Keu dicche mil dicche

Sei punner sathe shunno.

 

Keu khacche maar khacche

Keu maar khete khete jagche,

Keu bikhobe fete porbar agey

Ektu ektu raagche.